সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি !!

প্রাণ’ঘাতী করোনার থেকে বাঁচতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সৌদি আরবে কা’রফিউ চলবে বলে ঘোষণা দিয়েছেন বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ। এর আগে, গত ২৩ মার্চ সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত ২১ দিনের কারফিউ জারি করেছিল সৌদি প্রশাসন। গত সপ্তাহে রাজধানী রিয়াদ, মক্কাসহ অন্যান্য বড় শহরগুলোতে দিনরাত ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়। এবার সেইসব নির্দেশনা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত জারি থাকবে বলে জানালেন সৌদি বাদশা।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, রাজ্যের সব শহর, গভর্নরেট ও আবাসিক এলাকায় পূর্বঘোষিত সতর্কতামূলক নিষেধাজ্ঞাগুলোর সময় বাড়ানো হয়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, সৌদি আরবে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৩ জনের শরীরে, মারা গেছেন ৫২ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন অন্তত ৭২০ জন।

সূত্রঃবিডি২৪লাইভ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *