নারায়ণগঞ্জসহ যেখানে যেখানে করোনা আ’ক্রান্তের সংখ্যা বেশী !!
গত ২৪ ঘণ্টায় আরও ১৮২ জন করোনাভা’ইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮০৩ জনে। এছাড়া নারায়ণগঞ্জ, ঢাকার বাসাবো ও মিরপুরে বেশি সংক্রমণ হয়েছে।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৩৯।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলাতে করোনা যারা সংক্রমিত করেছে তাদের বেশিরভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গেছে। এ বিষয়ে আমাদেরকে আরো বেশি কঠোর পদক্ষেপ নিতে হবে। লকডাউন জোরদার করতে হবে। বিশেষ করে এই এলাকাগুলো।