করোনায় মৃ’ত ব্যক্তিদের দাফনে জমি দিলেন পুলিশ কর্মকর্তা !!
বৈশ্বিক ম’হামা’রি করোনার থা’বা বাংলাদেশকেও ভোগাচ্ছে। বাংলাদেশে করোনার প্রকোপে মা’রা গেছেন ৫০ জন। সংক্রমণের সংখ্যা ১২৩১ জন। করোনার এমন প্রকোপের মধ্যে বেদনার খবর মৃতের দাফন ও জানাজায় বাধা। করোনাফোবিয়ায় গুজবও ছড়িয়েছে দেশজুড়ে। করোনা উপসর্গ নিয়ে কেউ মারা গেলেই দাফনে বাধাসহ জানাজায় পুলিশ ছাড়া মিলছে না স্বজনদেরও। এমন পরিস্থিতিতে আবারও এগিয়ে এসেছে পুলিশ। করোনার প্রকোপে মারা যাওয়া ব্যক্তির দাফন জটিলতার সমাধানে নিজের জমি দিলেন এক পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সদর দফতরে কর্মরত সিনিয়র এএসপি (অ্যাডমিন) মো. এনায়েত করিম রাসেল নিজের এলাকা মানিকগঞ্জে এই জমি দিয়েছেন। জমিটি নিজেদের পাশাপাশি বেওয়ারিশ লাশ দাফনের জন্য এক বছর আগে কিনেছিলেন তিনি।
ইতোমধ্যে বিষয়টি জেলা প্রশাসকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানিয়েছেন তিনি। আরও ২২ শতাংশ জমি কেনার প্রক্রিয়া চলছে। প্রয়োজন দেখা দিলে সেখানেও মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে বলে নিজেই জাগো নিউজকে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা রাসেল।
এ নিয়ে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে রাসেল লিখেছেন, মানিকগঞ্জে বাসা কিন্তু বসবাস অন্য জায়গায় বা বাংলাদেশের যে কেউ আল্লাহ না করুক করোনা উপসর্গ নিয়ে মারা গেলে বিনাসংকোচে নিয়ে আসুন। গংগাধরপট্টি চকে উত্তর-পূর্ব কোণে (নওখন্ডা) আমাদের কবরস্থানে তাকে দাফন করা যাবে। আশপাশে কোনো জনবসতিও নেই। প্রশাসনের অনুমতি নিয়ে এখানে কবর দেয়া সবার জন্য উন্মুক্ত।
নিজের মোবাইল নম্বর (০১৭৩০৩৩৬২২৩) ও তিন বন্ধু ডিএফএম লোটাস (০১৭৭৭৩০৫০১৬), শুভ (০১৭১২২৯২৯২২) ও মোস্তফা (০১৭১২৫৫৭০৮৬) যে কারও সঙ্গে যোগাযোগ করার জন্য পরামর্শও দিয়েছেন এনায়েত রাসেল।
বুধবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে বলেন, করোনা বৈশ্বিকভাবে আ’তঙ্ক তৈরি করেছে। প্রত্যেকটি দেশ লড়াই করছে। বাংলাদেশেও সংক্রমণ বাড়ছে। কিন্তু বেদনার খবর হচ্ছে করোনায় মৃতের বা করোনা হয়নি অথচ করোনার মতো উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন জানাজায় বাধা। এটা দেখে খুব কষ্ট লাগলো।
তিনি বলেন, এমন বেশ কিছু খবর চোখে পড়ার পরই নিজের জমি দান করার সিদ্ধান্ত নিই। যেখানে বেওয়ারিশ লাশ দাফন করতে পারবে এমন চিন্তা ছিল। এক বছর আগে কেনা দশ শতাংশ জমিতে শুধু মানিকগঞ্জ বা আশপাশের এলাকাই নয়, দেশের কোথাও কেউ করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় দাফনে বাধা পেলে তাকে এখানে সমাহিত করা যাবে।তিনি আরও বলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক বিষয়টি অবগত আছেন। মানিকগঞ্জ পৌর মেয়রও অবগত। তবুও তাদের কাছ থেকে অনুমতি নিয়ে যে কেউ তার সেই জমিতে দাফন সম্পন্ন করতে পারবেন।
সূত্রঃ জাগো নিউজ