কাশ্মীরে লকডাউনের মধ্যেই ভ;য়াবহ হা’মলা, নি’হত ৩ সেনা !!
প্রা’ণঘাতী করোনা ভা’ইরাসে সৃষ্ট মহামারির কারণে জম্মু কাশ্মীরে লকডাউন চলছে। আর এই লকডাউনের মধ্যেই সেখানে হা’মলা চালানো হয়েছে। এতে ৩ ভারতীয় সেনা নি’হত হয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, দক্ষিণ কাশ্মীরের সোপোরে এই হামলায় চালানো হয়। এতে সিআরপিএফ-এর নিহত হয়েছেন। বারামুল্লা জেলায় রাজ্য পুলিশ ও সিআরপিএফ-এর যৌথ বাহিনীর টহলদারির সমকয় এই হামলা চালানো হয়।হামলাকারীদের খুঁজতে জেলা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। শেষ খবর পা্ওয়া পর্যন্ত এটুকুই জানা গেছে ।
সূত্র: এনডিটিভি।