করোনার জন্ম নিয়ে চাঞ্চল্যকর যে তথ্য দিলেন নোবেল বিজয়ী ভা’ইরাসবিদ !!
চীনের উহান থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভা’ইরাস। বিশ্বের ২১০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভা’ইরাস। অনেকের মতে, করোনা মানুষের সৃষ্টি। চীনের ল্যাবে এই ভা’ইরাস তৈরি হয়েছে বলছেন অনেকে।
আবার অনেকেই বলছেন, পৃথিবীর উষ্ণতা বাড়ার কারণে বরফ গলায় এর নিচ হাজার বছর ধরে থাকা মরা প্রাণীদের দেহের জীবাণু থেকে এ ভা’ইরাসের জন্ম। এবার নতুন তথ্য দিলেন ফ্রান্সের নোবেল বিজয়ী ভা’ইরাসবিদ লরেত লুক মন্টেগনিয়ের।
করোনভা’ইরাস মানুষের তৈরি এবং তা চীনেই তৈরি হয়েছে। দেশটিতে এইডস রোগের ভ্যা’কসিন তৈরি করতে গিয়ে এ ভা’ইরাসের সৃষ্টি হয়েছে বলেই মনে করেন তিনি। ফ্রান্সের এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
এইডস নিয়ে গবেষণা করায় ২০০৮ সালে যৌথভাবে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছিলেন এ বিজ্ঞানী। তিনি বলেন, করোনার জিনোমে এইচআইভি এবং ম্যালেরিয়া জীবাণুর উপাদানের উপস্থিতি অত্যন্ত সন্দেহজনক।