পরিবারসহ অ্যাম্বুলেন্সে নিয়ে ঢাকা থেকে বরগুনায় করোনা রোগী !!
বরগুনায় গত ২৪ ঘণ্টায় দুইজন করোনাভা’ইরাসে আ’ক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে একজন ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে চড়ে পরিবার বিয়ে বরগুনায় যান। তিনি বরগুনা ”পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অন্যজন বামনা উপজেলার বাসিন্দা।
এ নিয়ে জেলায় মোট ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ২ জন। ঢাকা-ফেরত আ’ক্রান্ত নতুন ওই ব্যক্তির ব্যাপারে জানা যায়, কিছুদিন আগে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে ঢাকায় তার মেয়ের বাসায় বেড়াতে যান।সেখান থেকে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে বরগুনার বাসায় আসেন। আ’ক্রান্ত ওই ব্যক্তি অসুস্থ থাকায় তার নমুনা পরীক্ষা করা হয় এবং রিপোর্টে করোনা পজিটিভ আসে।
বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন এ ব্যাপারে বলেন, ওই ব্যক্তি তার পরিবার নিয়ে বরগুনার বাসায় পৌঁছানোর সাথে সাথেই স্থানীয় এক ব্যক্তি ফোনে বিষয়টি আমাদের অবহিত করেন। ফোন পাওয়ার সাথে সাথেই তার বাসায় গিয়ে পুলিশ সদস্যরা তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন এবং তা মনিটরিং করা হয়।
এ সময় ওই ব্যক্তিকে অসুস্থ দেখালে তা স্বাস্থ্য বিভাগকে অবহিত করা হয়। স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। পরীক্ষায় তার রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে বলে জানায়।’বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান বলেন, আ’ক্রান্ত ওই ব্যক্তিকে বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে। তিনি কীভাবে ঢাকা থেকে বরগুনা এসেছেন, সে বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।