এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সময় ঘোষণা !!
এসএসসির ফল প্রকাশের সময় নিয়ে নানা প্রশ্ন। তবে করোনাভা’ইরাসের প্রাদুর্ভাব কমে গেলে যেদিন অফিস খুলবে, তার দুই সপ্তাহ পর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে এদিন ভিডিও কনফারেন্স করেছেন তিনি।
মাহবুব বলন, “আমাদের প্রস্তুতি হল অফিস খোলার দুই সপ্তাহের মধ্যে এসএসসির ফল ঘোষণা করা হবে। বোর্ডগুলো প্রস্তুতি নিচ্ছে, যেটুকু কাজ বাকি আছে তা অফিস খোলার পরপরই বোর্ডগুলো শেষ করবে।”গত ৩ থেকে ২৭ ফেব্রুয়ারি এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেয়।