পাকিস্তানে একদিনে সর্বোচ্চ আ’ক্রান্ত ও মৃ’ত্যুর রেকর্ড !!
বিশ্বের অন্যান্য দেশের মত পাকিস্তানেও ছড়িয়ে পড়েছে করোনাভা’ইরাস। দেশটিতে সংক্রমণের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আ’ক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় আ’ক্রান্ত হয়েছেন ৭০৫ জন। যা কিনা সংক্রমণের পর একদিনে সর্বোচ্চ আ’ক্রান্তের রেকর্ড।
এ নিয়ে দেশটিতে মোট আ’ক্রান্ত হয়েছেন ৯১২৪ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ১৭ জন। প্রাদুর্ভাব শুরুর পর একদিনে যা সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১৯২ জন। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
পাকিস্তান সরকারের দেওয়া হিসাব অনুযায়ী, প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত ১ লাখ ১১ হাজার ৮০৬ জনের করোনা পরীক্ষা করেছে। সেই হিসাব করলে দেশটিতে প্রতি দুই হাজার মানুষের মধ্যে একজনের করোনা পরীক্ষা করেছে। এশিয়ার অন্যান্য দেশের তুলনায় যা অনেকটা বেশি।