গাজীপুরে জরুরি প্রয়োজন ছাড়া বেরুলেই কঠিন শাস্তি !!
করোনাভা’ইরাস মোকাবেলায় শুক্রবার থেকে গাজীপুরে লকডাউন বাস্তবায়নে কঠোর হচ্ছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হলেই পাবে কঠিন শাস্তি।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে স্বাস্থ্যবিধি অনুসরণ ও ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, করোনাভা’ইরাস বিস্তার রোধকল্পে গত ১১ এপ্রিল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জেলাকে লকডাউন ঘোষণা করেছিলেন। শুক্রবার ভোর থেকে আগামী ৫ মে পর্যন্ত তা শতভাগ কঠোর করা হবে।