জেনে নিন আজকের সেহরি ও ইফতারের সময়সূচি !!
পবিত্র রমজান (১৪৪১ হিজরি) মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। শনিবার (৪ এপ্রিল) বিকেলে এ সূচি প্রকাশ করে সংগঠনটি। আজ রাতে প্রথম রোজার সেহরি খাবে ধর্মপ্রাণ মুসলমানগণ। প্রথম রোজার সেহরির শেষ সময় হল রাত ৪টা ৫মিনিট। পাশাপাশি জেনে নিন প্রথম রোজার ইফতারির সময়। প্রথম রোজার ইফতারের সময় হল সন্ধ্যা ৬টা ২৮ মিনিট।
উল্লেখ্য, বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। শনিবার (২৫ এপ্রিল) থেকে রোজা। শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ পড়বেন মুসল্লিরা। আজ শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত শেষরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সেহ্রি খাবেন। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে শুক্রবার সন্ধ্যায় এ কথা জানানো হয়।
শনিবার (২৫ এপ্রিল) পবিত্র রমজান মাসের রহমতের প্রথম ১০ দিনের প্রথম দিন। আজ দিবাগত ভোররাতে সেহ্রি খেয়ে রোজা রাখবে ধর্মপ্রাণ মুসলমানগণ। পবিত্র রমজান উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি মোবারকবাদ জানিয়ে বাণী দিয়েছেন।এদিকে, মধ্যপ্রাচ্য’সহ বেশ কয়েকটি দেশে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস। বৃহস্পতিবার তারাবির নামাজের মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু হয় এসব দেশে।