ব্রেকিং নিউজঃ দেশে ২৪ ঘণ্টায় আ’ক্রান্তের সংখ্যা কমেছে, মৃত্যু ৯ !!
ম’রণঘা’তী করোনায় আ’ক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আ’ক্রান্ত হয়েছেন ৩৯০ জন। এ নিয়ে মোট আ’ক্রান্তের সংখ্যা ৪৯৯৮ জন , ২৪ ঘণ্টায় মৃত ৯ জন।’আজ দুপুরে করোনা ভা’ইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সেব্রিনা ফ্লোরা এসব তথ্য নিশ্চিত করেন।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪২২ জনের নমুনা সংগ্রহ হয়েছে। পরিক্ষা করা হয়েছে ৩৩৩৭।এদিকে সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছে ২৮ লাখ ৩৪ হাজার ৩৬৬ জন এবং মারা গেছে এক লাখ ৯৭ হাজার সাতশ ৫০০ জন।
বিশ্ব পরিস্থিতি: শনিবার (২৫ এপ্রিল) সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯৭ হাজার ২৪৫ জনে এবং আ’ক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৩০ হাজার ৫১ জন। অপরদিকে ৭ লাখ ৯৮ হাজার ৭৭২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে।
আ’ক্রান্ত ও নিহতের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আ’ক্রান্ত হয়েছেন ৯ লাখ ২৫ হাজার ৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৫২ হাজার ১৮৫ জনের। সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৪৩২ জন। আ’ক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে এখন পর্যন্ত আ’ক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৭৬৪ জন এবং মৃত্যু হয়েছে ২২ হাজার ৫২৪ জনের। মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি।
দেশটিতে এখন পর্যন্ত আ’ক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৯৯৪ জন এবং মৃত্যু হয়েছে ২৫ হাজার ৯৬৯ জনের। চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত তিন মাসে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভা’ইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে।