যুক্তরাষ্ট্র ছাড়া করোনা মোকাবেলায় বিশ্বনেতারা একজোট !!
করোনাভা’ইরাসের পরীক্ষা, এর ওষুধ ও ভ্যাকসিন উন্নয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গৃহীত উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ব নেতারা।শুক্রবার সংস্থাটির প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস এক বিবৃতিতে বলেছেন, গোটা বিশ্বই যখন এই ভা’ইরাসের হুমকিতে তখন সম্মিলিত পথেই একে মোকাবিলার স্বার্থেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এর পরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, বৈশ্বিক এ উদ্যোগের সঙ্গে তারা নেই।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার করোনাভা’ইরাসের ভ্যাকসিন ও এর কারণে সৃষ্ট রোগের চিকিৎসায় কার্যকর ওষুধ আবিষ্কারে বৈশ্বিক উদ্যোগের কথা জানান টেড্রস অ্যাহানম গেব্রেইয়েসুস।
সমন্বিত এ উদ্যোগ সম্পর্কিত ভিডিও কনফারেন্সে তিনি বলেন, ‘করোভিড–১৯ এর চিকিৎসা, এর পরীক্ষা ও একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন তৈরি, উৎপাদন ও সমভাবে বিতরণের লক্ষ্যে এটি একটি অতি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কোভিড–১৯ মোকাবিলায় সব মানুষ যেন আমাদের হাতে থাকা সব অস্ত্র ব্যবহারের সুযোগ পায়, তা নিশ্চিতের লক্ষ্যেই এই উদ্যোগ। আমরা সবাই একই হুমকির মুখে রয়েছি, যা উত্তরণে সম্মিলিত উদ্যোগ জরুরি।’
ভিডিও কনফারেন্সে অংশগ্রহণকারী ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসাল ভন করোনার টিকা যেন সবাই সমানভাবে পায় তা নিশ্চিতের আহ্বান জানান।তিনি বলেন, ‘‘অভিজ্ঞতায় আমরা জেনেছি, সরঞ্জাম যখন পর্যাপ্ত থাকে তখনও সবাই তা সমভাবে পায় না। আমরা তা হতে দিতে পারি না।’’
উরসাল ভন জানান, ‘করোনা প্রতিরোধ, এর পরীক্ষা ও চিকিৎসার জন্য মে মাসের প্রথম দিকে বৈশ্বিকভাবে ৮১০ কোটি মার্কিন ডলারের তহবিল গঠনের প্রতিশ্রুতি নিশ্চিতের চেষ্টা করা হবে। তিনি বলেন, ‘এটা কেবল প্রথম পদক্ষেপ, তবে ভবিষ্যতে আরো বেশি প্রয়োজন হবে।’ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘‘আমরা এখন জি সেভেন ও জি-২০ এর সব দেশগুলোকে এই উদ্যোগের পেছনে সক্রিয় করা শুরু করব।’
আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান রামাফোসা সতর্ক করেন, আফ্রিকা অঞ্চলের স্বাস্থ্যসেবার মান ভালো না। এই অঞ্চল ‘ভা’ইরাসের সংক্রমণের কাছে একেবারে অরক্ষিত এবং এর সহযোগিতা প্রয়োজন।’ভিডিও কনফারেন্সে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর নেতারাও অংশ নিয়েছেন। তবে যোগ দেয়নি যুক্তরাষ্ট্র।
জেনেভার মার্কিন মিশন সূত্রে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র এতে অংশ নেবে না।জেনেভায় নিযুক্ত মার্কিন প্রতিনিধি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ‘এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ থাকবে না। তবে এ উদ্যোগের দিকে আমরা দৃষ্টি রাখব।’কিছু দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে মার্কিন অনুদান বন্ধের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তার অভিযোগ, সংস্থাটি চীনঘেঁষা। তারা নতুন করোনাভা’ইরাসের বিস্তার রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যর্থ হয়েছে।