করোনায় রাজশাহীতে প্রথম মৃ’ত্যু !!
রাজশাহীতে করোনাভা’ইরাসে আ’ক্রান্ত আশি বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। এই প্রথম রাজশাহীতে করোনাভা’ইরাসে আ’ক্রান্ত কোনও রোগীর মৃত্যু হলো।
আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত রোগী রাজশাহীর বাঘা উপজেলার দক্ষিণ গাওপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর সিভিল সার্জন এনামুল হক।
এ বিষয়ে তিনি জানান, করোনা আ’ক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভা’ইরাসের চিকিৎসকের প্রধান ডা. আজিজুল হক আযাদের অধীন আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।এ বিষয়ে মৃত বৃদ্ধের ছেলে মনিরুল ইসলাম মনি জানান, সরকারিভাবে রাজশাহীতে লা’শ দাফন করা হবে। লা’শ দাফনের প্রস্তুতি চলছে।