করোনা শনাক্তের ৫০তম দিনে যুক্তরাষ্ট্র এবং ভারতের চেয়ে খারাপ অবস্থানে বাংলাদেশ !!
বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ। সে হিসেবে ৫০তম দিনে মোট আ’ক্রান্ত ৫ হাজার ৪১৬ জন, আর মোট মৃত্যু ১৪৫।দেশে করোনা শনাক্তের ৫০তম দিনে মোট আ’ক্রান্ত সাড়ে ৫ হাজার, মোট মৃত্যু ১৪৫ ও সুস্থ হয়ে ফিরেছেন ১২২ জন।রবিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আ’ক্রান্ত হয়েছেন ৪১৮ এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন। এছাড়াও সুস্থ হয়েছেন ৯ জন।
তবে বিশ্লেষণ বলছে, এ সময়ে চীন-ইতালি-স্পেন-যুক্তরাজ্যের চেয়ে বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো হলেও যুক্তরাষ্ট্র এবং ভারতের চেয়ে অনেক খারাপ।বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ। সে হিসেবে ৫০তম দিনে মোট আ’ক্রান্ত ৫ হাজার ৪১৬ জন, আর মোট মৃত্যু ১৪৫।
চীনে ৫০ দিনের মাথায় আ’ক্রান্ত ছিল ৭৪ হাজার ৫৭৬ জন, মৃত্যু দুই হাজার ১১৮ জন, ইতালিতে আ’ক্রান্ত ছিল ৫৩ হাজার ৫৭৮, মৃত্যু ছিল চার হাজার ৮২৫ জনের, স্পেনে ২৫ হাজার ৪৯৬ আ’ক্রান্ত ছিল আর মৃত্যু সংখ্যা ছিল এক হাজার ৩৮১ জন।যুক্তরাজ্যে ৫০তম দিনে মোট আ’ক্রান্ত ছিল পাঁচ হাজার ১৮ জন, আর সে সময়ে ২৩৩ জনের মৃত্যু হয়েছিল।
শনাক্তের অর্ধশততম দিনে যুক্তরাষ্ট্রে আ’ক্রান্ত হয়েছিলেন মাত্র ২২১ জন, আর মুত্যু ছিল ১২ জনের। পাশের দেশ ভারতে এই সময়ে আ’ক্রান্তের সংখ্যা ছিল ২৪৯, মৃত্যু ৫ জনের।শনাক্তের ৫০তম দিনে বাংলাদেশে আ’ক্রান্ত এবং মৃত্যু যুক্তরাষ্ট্র এবং ভারতের চেয়ে বেশি। যুক্তরাজ্যের চেয়ে আ’ক্রান্ত সংখ্যা একটু বেশি হলেও মৃত্যু সংখ্যা কম।তবে চীন-ইতালি-স্পেনের চেয়ে সবদিক থেকেই বাংলাদেশের অবস্থা ভালো।
সূত্রঃ বিডি২৪ রিপোর্ট