শরীর হঠাৎ করে ঠাণ্ডা হয়ে যাওয়া করোনার লক্ষণ- যা বলছে মার্কিনী গবেষক !!
সর্দি, কাশি, বার বার শরীরে কাঁপুনি, পেশী ব্যথা, মাথা ব্যাথা, গলা ব্যথা এবং কোনও কিছুর স্বাদ না পাওয়াও হতে পারে করোনার লক্ষণ বলে জানিয়েছিল গবেষকরা। আর এবার আরও একটি নতুন লক্ষণ দেখা যাচ্ছে।
মার্কিনী গবেষকরা দেখেছেন পুরনো উপসর্গ ছাড়াও একাধিক লক্ষণ শরীরে দেখা দিলেই করোনা প্রবলভাবে আ’ক্রান্ত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের বিজ্ঞানীরা বলছেন ৬টি লক্ষণের কথা।
তারা বলছেন, শরীর ঠাণ্ড হয়ে যাওয়া, বার বার কাঁপুনি, পেশী ব্যথা, গলা ব্যথা, মাথা ব্যাথা এবং কোনো কিছুর স্বাদ না পাওয়া করোনায় আ’ক্রান্ত হওয়ার লক্ষণ। এর মধ্যে নতুন সংযোজন হলো শরীর হঠাৎ করে ঠাণ্ডা হয়ে যাওয়া।বিশ্বে ৩০ লাখ ছাড়িয়ে গেছে করোনার আ’ক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন ৮ লাখ ৮২ হাজার নয়শ ৫৪ জন।