ভারত থেকে দেশে ফিরলেন আরও ১৬৪ বাংলাদেশি !!
করোনাভা’ইরাসের কারণে ভারতে চিকিৎসা নিতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের দ্বিতীয় পর্যায়ে দেশে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এরই ধারাবাহিকতায় আজ দেশে ফিরেছেন ১৬৪ বাংলাদেশি।
বৃহস্পতিবার বিকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন তারা। ভারত থেকে দেশে ফেরার অপেক্ষায় আছেন আরো সহস্রাধিক বাংলাদেশি। আজ দেশে ফেরা যাত্রীদের অনেকেই চেন্নাই, ভেলোর ও বেঙ্গালুরুসহ দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আগামী এক সপ্তাহে কলকাতা (০১ ও ০৩ মে), দিল্লি (০২ ও ০৫ মে), মুম্বাই (০৩ মে) এবং চেন্নাই (৩০ এপ্রিল, ০১ মে ও ০২ মে) থেকে মোট আটটি বিশেষ ফ্লাইটে সহস্রাধিক বাংলাদেশি দেশে ফেরার কথা রয়েছে।
করোনাভা’ইরাসের সংক্রমণ ঠেকাতে ভারত লকডাউন করে দেয়। আগামী ৩ মে দেশটির লকডাউন শেষ হওয়ার কথা রয়েছে। লকডাউনের কারণে সেখানে চিকিৎসা নিতে গিয়ে আটকে পড়েন বাংলাদেশিরা। বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরছেন তারা।