মাটির ব্যাংকে জমানো টাকা ডিসির ত্রাণ তহবিলে দিল শিক্ষার্থী মাহি !!
করোনাভা’ইরাস পরিস্থিতিতে মাটির ব্যাংকে জমানো টাকা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে দিয়েছে মাইমুনা ইসলাম মাহি (৬) নামে এক শিশু শিক্ষার্থী।বৃহস্পতিবার জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিমের হাতে নিজের মাটির ব্যাংকটি তুলে দেয় মাহি।
জেলা প্রশাসক তা গ্রহণ করে বলেন, দরিদ্র মানুষের জন্য মাহির চিন্তা-চেতনা সত্যিকার অর্থে প্রশংসার যোগ্য। এ পদক্ষেপ অনুকরণীয় বলে মত প্রকাশ করেন তিনি। দেশের এই সংকটময় মুহূর্তে মাহির এই অবদান স্মরণীয় হয়ে থাকবে।
মাহি পৌর শহরের রয়েল কিন্ডারগার্টেনের কেজি শ্রেণির শিক্ষার্থী ও শহরের চাঁনমারীপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. মাজহারুল ইসলাম মেয়ে।মাইমুনা ইসলাম মাহির মতো আরও দুই শিক্ষার্থী তাদের জমানো টাকা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে জমা দেয়।