রেস্টহাউসে থেকে পচে নষ্ট হল মেয়রের তহবিলে দেয়া ত্রাণ !!
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) রেস্টহাউসে গুদামজাত করে রাখা ত্রাণ পচে নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে।পেঁয়াজ ও আলুর পচা গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে রেস্টহাউস কর্তৃপক্ষকে খবর দিলে তারা এগুলো রেস্টহাউস থেকে অপসারণ করেন।
জানা গেছে, কেসিসি মেয়রের ব্যক্তিগত তহবিলে কয়েকজন শুভাকাঙ্ক্ষী প্যাকেটজাত করা কয়েক পদের পণ্য ত্রাণ হিসেবে প্রদান করেন। সেগুলো হাজী মহসিন রোডে রেস্টহাউসের গুদাম ঘরে রাখা হয়।দীর্ঘদিন ধরে এ সব পণ্য সরিয়ে না নেয়ায় তাতে পচন ধরা শুরু করে। পচে যাওয়া পণ্যের মধ্যে রয়েছে পেঁয়াজ ও আলু। সকাল থেকে গন্ধ পেয়ে মানুষ সিটি কর্পোরেশনে অভিযোগ জানায়। তখনই কর্তৃপক্ষের টনক নড়ে।
তারা গিয়ে পচে যাওয়া মাল সরিয়ে নেন।কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক সাংবাদিকদের বলেন, কয়েকজন শুভাকাঙ্ক্ষী আমার তহবিলে কিছু ত্রাণ সরবরাহ করেছিলেন। সেগুলোর মধ্যে কিছু পণ্য পচে নষ্ট হয়ে গেছে।
সূত্রঃ বিডি২৪রিপোর্ট