মেয়ের নাম যা রাখলেন সাকিব আল হাসান !!
প্রা’ণঘা’তী করোনা ভা’ইরাসের ভ’য়াব’হতার মাঝে গত ২৪ এপ্রিল ভক্ত সমর্থকদের সুখবর দেন সাকিব আল হাসান। দ্বিতীয় বারের মতো বাবা হয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
সাকিব বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের আছেন। সেখানেই দ্বিতীয় কন্যার জন্ম হয়েছে সাকিব-শিশির দম্পতির। এতদিন পর আজ শনিবার মেয়ের নাম জানিয়েছেন সাকিব। ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে এক পোস্টের মাধ্যমে মেয়ের নাম জানিয়েছেন সাকিব।
নবজাতকের দুই পায়ের ছাপ সম্বলিত একটি কার্ড পোস্ট করে সাকিব লিখেছেন, গত ২৪ এপ্রিল রমজান মাসের প্রথম শুক্রবারে ফজরের ওয়াক্তে আমাদের ঘরে আরেকটি কন্যাশিশু এসেছিল। আল্লাহর পক্ষ থেকে আরেকটি আশীর্বাদ। আমরা তার নাম রেখেছি ‘ইরম হাসান’- যার অর্থ জান্নাত। কারণ আমার কন্যা সত্যিই জান্নাতের এক টুকরো।এদিকে নাম জানালেও এখনো মেয়ের পুরো ছবি প্রকাশ করেননি।
এর আগে ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঢাকার হোটেল রূপসী বাংলা’য় তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। যেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিভিন্ন খেলোয়াড় উপস্থিত ছিলেন।এরপর গত ২০১৫ সালের ৮ নভেম্বর শিশিরের কোলজুড়ে আসে সে প্রথম সন্তান আলাইনা হাসান অব্রি।