ভারত থেকে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি !!
করোনাভা’ইরাসের কারণে লকডাউন রয়েছে ভারত। সেখানে চিকিৎসা নিতে গিয়ে অনেক বাংলাদেশি আটকে পড়েন। ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
গত কয়েকদিন অনেক বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ রোববার ভারতের মুম্বাই ও কলকাতা থেকে ২২১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। মুম্বাই থেকে ১৬২ ও কলকাতা থেকে ফিরেছেন ৫৯ জন বাংলাদশি।কলকাতা থেকে ড্যাশ-৮ উড়োজাহাজ বিকেল ৩টা ৪০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মুম্বাই থেকে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভারত থেকে যারা দেশে ফিরেছেন তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। হজ ক্যাম্পে স্ক্রিনিংয়ের পর তাদের প্রয়োজন অনুযায়ী হোম কোয়ারেন্টাইন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে।