করোনায় সিঙ্গাপুরে প্রথম বাংলাদেশির মৃ’ত্যু !!
সিঙ্গাপুরে করোনায় আ’ক্রান্ত হয়ে প্রথম কোনো বাংলাদেশি মারা গেছেন। তার মৃত্যুর পর জানা গেছে তিনি করোনায় আ’ক্রান্ত ছিলেন। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সিঙ্গাপুরে করোনা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা নিয়ন্ত্রণে। আ’ক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে আগামী ৫ই এপ্রিল থেকে সিঙ্গাপুরের নাগরিকদের জন্য লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, শনিবার নতুন করে ৪৪৭ জন শনাক্তসহ মোট রোগীর সংখ্যা ১৭৫৪৮ জন, সুস্থ হয়ে বাসায় ফিরেছে ১৩৪৭ জন, আইসিইউতে রয়েছে ২৪ জন। আজ একদিনে সুস্থ হয়ে ফিরেছেন ৭৯ জন, মোট মৃত্যু হয়েছে ১৭ জনের।
স্বাস্থ্য মন্ত্রণালয় জায়ায়, শনিবার দুজনের মৃত্যু হয়েছে। তারমধ্যে একজন বাংলাদেশি নাগরিক, অন্যজন সিঙ্গাপুরের নাগরিক। দেশটির সরকার আশা প্রকাশ করছেন খুব দ্রুত ভা’ইরাসের আ’ক্রমণ নিয়ন্ত্রণ হবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।