জেনে নিন, এবার জনপ্রতি যতটাকা ফিতরা দিতে হবে !!
চলছে পবিত্র রমজান মাস। দেখতে দেখতে পেরিয়ে গেছে দশটি রোজা। প্রতি ঈদেই সামর্থ্যবান ব্যক্তিদের জন্য ফিতরা দেয়া ধার্য করে দেয়া ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৭০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা। গতবছরও সর্বনিম্ন ফিতরা ৭০ টাকাই ছিল।
সোমবার (৪ মে) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।