আবারো বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি !!
করোনাভা’ইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি ছুটি আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকার ঘোষিত এই সাধারণ ছুটিতে বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানও। তবে রোজা ও ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ৩০ মে পর্যন্ত।
এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, সরকার ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। শিক্ষাপঞ্জি অনুসারে প্রাথমিকভাবে আমরা ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পরিকল্পনা করেছিলাম। এখন সেটি বাস্তবায়িত করা হবে। ঈদের ছুটিসহ ৩০ মে পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
তিনি আরো বলেন, পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে এই ছুটি আরো বাড়তে পারে। আবার নাও হতে পারে। তবে আপাতত শিক্ষার্থীদেরকে ঈদ পর্যন্ত বাসায় অবস্থান করে পড়াশোনা চালিয়ে যেতে হবে।করোনার ঝুঁকি এড়াতে গত ২৬ মার্চ প্রথম সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। এরপর কয়েক দফায় সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। সর্বশেষ ১৬ মে পর্যন্ত এই ছুটির মেয়াদ বাড়ানো হয়।