করোনায় সুস্থ হয়েছেন আরো ১৮ পুলিশ সদস্য !!
প্রা’ণঘা’তী করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন আরো ১৮ পুলিশ সদস্য। করোনায় আ’ক্রান্ত পুলিশ সদস্যদের বেশিরভাগই মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এই ভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছেন। এবার প্রাণঘাতী এই ভা’ইরাসকে হারিয়ে দিয়েছেন ১৮ পুলিশ সদস্য।
শুক্রবার (৮ মে) বিকেলে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা।তিনি বলেন, ‘সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) চিকিৎসা প্রটোকল অনুযায়ী ১৮ পুলিশ সদস্যকে পরপর দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। দুবারই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।’
এখন পর্যন্ত করোনায় আ’ক্রান্ত ৯৮ পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে এই ভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছেন ১৪৪ পুলিশ সদস্য। এদের মধ্যে ওসি, এসআই, এএসআই ও কনস্টেবল আছেন। এছাড়াও করোনা সন্দেহে ৪৭২ জনকে আইসোলেশনে ও করোনা রোগীর সংস্পর্শে আসা ২ হাজার ৮১৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।