ঢাকার যে ১০ এলাকায় আ’ক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি !!
করোনাভা’ইরাসে আ’ক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রাজধানী ঢাকার মানুষ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ৭০৯ জন করোনায় আ’ক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আ’ক্রান্ত রোগীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৪ জনে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনায় আ’ক্রান্ত হওয়া রাজধানীর ১০টি অঞ্চলের তালিকা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এ তালিকা তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘ঢাকা মহানগরীর মধ্যে সর্বাধিকসংখ্যক করোনায় আ’ক্রান্ত রোগী পেয়েছি আমরা ১০টি জায়গায়। সেই জায়গাগুলো হলো যথাক্রমে- রাজারবাগ, কাকরাইল, যাত্রাবাড়ী, মুগদা, মহাখালী, মোহাম্মদপুর, লালবাগ, তেজগাঁও, মালিবাগ ও বাবুবাজার। এসব অঞ্চলে সর্বোচ্চ ২০০ এর অধিক এবং সর্বনিম্ন ৭৩ জন করোনায় আ’ক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়।’
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরো ৭ জন। এ নিয়ে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬ জনে। নতুন করে সুস্থ হয়েছেন আরো ১৯১ জন। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১০১ জন।