করোনা থেকে লক্ষ্মীপুরে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন !!
লক্ষ্মীপুরে নতুন করে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এতে আ’ক্রান্ত রোগী বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ১৪ জন। এর মধ্যে শনিবার (০৯ মে) বিকেলে করোনা জয়ী নয়জনকে উপহার ও ফুলেল শুভেচ্ছা দিয়ে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিদায় জানিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বলেন, নয়জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর নতুন করে ছয়জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে তিনজনকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন রোগী শহরের মিলেনিয়াম হাসপাতালের সেবিকা। তাদেরকে সেখানে রেখেই চিকিৎসা দেয়া হবে।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভিএএসইউ) লক্ষ্মীপুরের ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সদর উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত জেলায় ৬০ জন করোনায় আ’ক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদরে ২৪, রামগঞ্জে ১৯ (এক মৃত ব্যক্তির করোনা পজিটিভ ছিল), রায়পুরে দুইজন, রামগতিতে আটজন ও কমলনগরে সাতজন। চিকিৎসা নিয়ে কমলনগরে তিন, রামগতিতে একজন ও রামগঞ্জে ১০ জন (নতুন নয়জন) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত লক্ষ্মীপুর থেকে সংগৃহকৃত নমুনা পরীক্ষায় ১২৬৫ জনের করোনা নেগেটিভ এসেছে।