জেনে নিন, ঢাকার যেসব স্থানে করোনা রোগী বেশি !!
চীনের উহান শহর থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভা’ইরাস বাংলাদেশেও সংক্রমণ শুরু করেছে। ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে এ ভা’ইরাস। তবে দেশে করোনা ভা’ইরাসের (কভিড-১৯)প্রধান হটস্পট হল রাজধানী ঢাকা। রাজধানীর মহাখালী, মুগদা, মোহাম্মদপুর, রাজারবাগ, যাত্রাবাড়ী ও কাকরাইল এলাকায় করোনা রোগী সবচেয়ে বেশি।
বিবিসি বাংলার এক প্রতিবদেনে আজ রবিবার (১০ মে) এসব তথ্য জানানো হয়। বিবিসি বাংলা আরও জানায়, বিভাগ হিসেবে সবচেয়ে বেশি করোনা রোগী ঢাকা বিভাগেই। রাজধানীর রাজারবাগে ২০০ জন, যাত্রাবাড়ীতে ১৮২ জন, কাকরাইলে ১৭৩ জন, মহাখালীতে ১৫৯ জন, মুগদায় ১৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
মোহাম্মদপুরে ১৩২ জন, লালবাগে ১০৬ জন, তেজগাঁও এলাকায় ১০১ জন, উত্তরায় ৮১ জন, বাবুবাজারে ৭৯ জন, বংশালে ৭৪ জন, গেন্ডারিয়ায় ৬২ জন, শাহবাগে ৫৯ জন, ধানমন্ডিতে ৫৭, শ্যামলীতে ৫৪ জন, গুলশানে ৫৪ জন, চকবাজারে ৫২ জন আর ওয়ারীতে ৫১ জনের কভিড-১৯ শনাক্ত হয়েছে।
এছাড়া দেশের মোট করোনা রোগীর ৮১ শতাংশই ঢাকা বিভাগের। চট্টগ্রামে ৬ শতাংশ, ময়মনসিংহে ৩.৭৫ শতাংশ, রংপুর ২.৭৪ শতাংশ, খুলনায় ১.৯৬ শতাংশ,সিলেটে ১.৪৯ শতাংশ, রাজশাহীতে ১.৪০ শতাংশ আর বরিশালে ১.২৪ শতাংশ করোনা রোগী রয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী, শনিবার নাগাদ দেশে ১৩ হাজার ৭৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২১৪ জন।