ভারতে একদিনে রেকর্ড সংখ্যক করোনায় আ’ক্রান্ত !!
প্রা’ণঘা’তী করোনা ভা’ইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যাক ৪ হাজার ২১৩ জন আ’ক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৯৭ জনের। লকডাউন শিথিলের পর দেশটিতে এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক আ’ক্রান্ত।
আজ সোমবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দেশটিতে আ’ক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ১৫২ জনে দাঁড়িয়েছে। মোট মৃত্যু ২ হাজার ২০৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৯১৭ জন।করোনার সংক্রমণ ঠেকাতে দেশটিতে গত ২৫ মার্চ থেকে লকডাউন চালু করা হয়। পরবর্তীতে কয়েক দফায় বাড়ানো হয় এই লকডাউন। তবে ইতিমধ্যে দেশটি লকডাউন শিথিল করেছে।
লকডাউন শিথিলের পর দেশটিতে হু হু করে বাড়ছে আ’ক্রান্তের সংখ্যা। দেশটি এর মধ্যে আগামীকাল থেকে বিভিন্ন রাজ্যে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচলের ঘোষণা দিয়েছে।
সূত্র: এনডিটিভি।