সৌদিতে আরও ১৯১১ জন আ’ক্রান্ত, একদিনে সুস্থের রেকর্ড !!
বৈশ্বিক ম’হামারি করোনাভা’ইরাসে গত ২৪ ঘণ্টায় সৌদিআরবে আরও এক হাজার ৯১১ জন আ’ক্রান্ত হয়েছেন। ফলে মোট আ’ক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৯২৫ জনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে ভা’ইরাসটি। ফলে মোট মৃ’ত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৪ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আ’ক্রান্ত রোগীদের সুস্থ হওয়ার দিক থেকে রেকর্ড গড়েছে। দেশটিতে একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৫২০ জন। এটি সৌদিতে একদিনে সর্বোচ্চ সুস্থ হওয়ার রেকর্ড। এ পর্যন্ত মোট সুস্থের সংখ্যা ১৫ হাজার ২৫৭।মঙ্গলবার (১২ মে) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
নতুন আ’ক্রান্তদের মধ্যে দেশটির রাজধানী রিয়াদে সর্বোচ্চ শনাক্ত হয়েছে, ৪৪৩ জন। মক্কায় ৪০৭ জন, জেদ্দায় ৩০৬, মদিনায় ১৭৬, আল হূফুফে ৯১, দাম্মামে ৭৮, খোবারে ৭৪, আল মাজমাহে ৫৭, হাদ্দায় ৪২, জুবাইলে ৩৩, তাবুকে ২৭, দাহাহরানে ১৮, কারাহে ১৮, হাজীম আল জালামিদে ১৮, কাতিফে ১৭, বেইশে ১৭, তাইপে ১৬, হাইল ১০, খারিজে ১০, নাজরানে ৫, খামিস মুসাইতে ৪, ওয়াদি আদদাওয়াসির ৪, সাফওয়া ৪, আরও কিছু এলাকায় ১/২/৩ জন করে আ’ক্রান্ত হয়েছেন।
এদিকে দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, দেশটিতে প্রবাসীদের মধ্যে করোনা আ’ক্রান্তের তালিকায় সবার প্রথমে রয়েছে সিঙ্গাপুর, এরপরেই রয়েছে বাংলাদেশি প্রবাসীরা। সোমবার (১১ মে) পর্যন্ত দেশটিতে ৭ হাজার বাংলাদেশি করোনায় আ’ক্রান্ত হয়েছেন।