আজ করোনায় মারা যাওয়া ১৯ জনের বিষয়ে যা জানানো হয়েছে !!
গত ২৪ ঘণ্টায় করোনা ভা’ইরাসে বাংলাদেশে সর্বোচ্চ ১৯ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ১২ জন ও নারী ৭ জন। অনলাইন বুলেটিনে বলা হয়, ৪১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭,৯০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১,১৬২ জন করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৯ জন।
এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৭,৮২২ এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জন। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ২১৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ৩,৩৬১ জন।বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন, কুমিল্লার ১ জন, নারায়ণগঞ্জের ১ জন, মুন্সিগঞ্জের ১ জন এবং খুলনা বিভাগের ১ জন।
বয়স ভিত্তিতে ৮১- ৯০ বয়সের ১ জন, ৭১-৮০ বয়সের ৫ জন, ৬১-৭০ বয়সের ৫ জন, ৫১-৬০ বয়সের ৩ জন, ৪১-৫০ বয়সের ১ জন, ৩১-৪০ বয়সের ১ জন, ২১-৩০ বয়সের ১ জন, ১১-২০ বয়সের ১ জন এবং ১০ বছরের নিচে ১ জন মেয়ে শিশু। আজ বুধবার (১৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভা’ইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।