বাতিল হওয়া টিকিটে নিয়ে নতুন ঘোষণা দিল বিমান বাংলাদেশ !!
করোনা পরিস্থিতিতে বর্তমানে দকল ধরনের বিমান চলাচল বনশ রয়েছে। তবে পিরবে কেটে রাখা টিকিট নিয়ে দারুন সুখবর দিল বাংলদেশ বিমান।করোনার কারণে বাতিল হওয়া বিমান টিকিটে ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত ভ্রমণ করতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা।
তবে, কোনো যাত্রী টিকিট বাতিল করে অর্থ ফেরত চাইলে নিতে পারবেন তাও। আর এজন্য গুণতে হবে না বাড়তি কোনো চার্জও।বুধবার (১৩ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক।বিমান কর্তৃপক্ষ জানায়, ৩১ মার্চ পর্যন্ত যাত্রীদের পাওনার পরিমাণ ছিল ২শ ৪০ কোটি টাকা।
করোনা সংক্রমণ ঠেকাতে সিভিল অ্যাভিয়েশনের নিষেধাজ্ঞার কারণের বর্তমানে বিশেষ ফ্লাইট ছাড়া বন্ধ রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত সব ফ্লাইট।