করোনা আ’ক্রান্তে দিক দিয়ে চীনের পরেই ভারত !!
ভারতে করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আ’ক্রান্ত হয়ে ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আ’ক্রান্ত হয়েছে তিন হাজার ৭২২ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো জানানো হয়, ভারতে মোট করোনা আ’ক্রান্তের সংখ্যা ৭৮ হাজার তিনজন। এর মধ্যে মৃত্যু হয়েছে মোট দুই হাজার ৫৪৯ জনের। এর মধ্যে সুস্থ হয়েছে ২৬ হাজার ২৩৫ জন।
ভারতে যে হারে করোনায় আ’ক্রান্তের সংখ্যা বাড়ছে, এতে করে চিন্তায় রয়েছে দেশটির বাসিন্দারা। লকডাউনের ফলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আ’ক্রান্তের বিচারে চীনের ঠিক নিচেই রয়েছে ভারত। চীনে মোট আ’ক্রান্ত যেখানে ৮২ হাজার ৯২৯ জন, সেখানে ভারত পেরিয়ে গেছে ৭৮ হাজার।
তবে এর মধ্যে আশার কথা হলো, ভারতের ৯টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে গত মঙ্গলবার ও গতকাল বুধবার একটিও করোনা আ’ক্রান্তের খবর মেলেনি।