সৌদিতে করোনা রোগীদের মানসিকভাবে চাঙ্গা রাখতে যে চিকিৎসা !!
দীর্ঘ চার মাসেরও বেশি সময় ধরে বিজ্ঞানীরা করোনার টিকা আবিষ্কারে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু সফলতার মুখ এখন পর্যন্ত দেখা যায়নি।তাই এ প্রা’ণঘা’তী ভা’ইরাস থেকে নিজেকে রক্ষা করতে হলে এখন কোভিড-১৯ রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মনোবল বাড়ানোর কোনো বিকল্প নেই বলে জানান বিশেষজ্ঞরা।
আর এ কারণেই সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এখন কোভিড-১৯ রোগীদের মনোবল বাড়তে হাসপাতালগুলোতে মনোচিকিৎসারও উদ্যোগ নিয়েছে। খবর আরব নিউজের।ইরাদা মানসিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নওয়াফ আল- হারর্থি স্বাস্থ্যকর্মীদের সাধারণ চিকিৎসার পাশাপাশি রোগী ও তার পরিবারের সদস্যদের মানোচিকিৎসারও পরামর্শ দেন।
তিনি বলেন, তার হাসপাতাল কমপ্লেক্সে মনোবিজ্ঞানী, মনোচিকিৎসক ও সমাজকর্মীদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে যারা করোনা রোগীদের, বিশেষ করে যারা কোয়ারেন্টিনে আছেন তাদের মনোবল চাঙ্গা রাখতে কাজ করে যাচ্ছেন।ডা. নওয়াফ আল- হারর্থি আরও বলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে রোগী সহজেই কাবু হয়ে যায়। প্রা’ণঘা’তী এ ভা’ইরাস ওই সব রোগীদেরই বেশি নাস্তানাবুদ করে। এ কারণে মনের জোর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নিয়েছে সৌদি আরব।