কানাডার করোনা চিকিৎসায় যে ভ্যাকসিনে আস্থা – মানবদেহে দ্বিতীয় দফায় প্রয়োগ !!
চীনের ক্যানসিনো বায়োলজিক্সের তৈরি করোনা ভা’ইরাসের সম্ভাব্য ভ্যাকসিন এডি৫-এনকভের পরীক্ষামূলক ব্যবহার করবে কানাডা। আর তা হলে এটিই হচ্ছে প্রথম কোনো ভ্যাকসিন, যা দ্বিতীয় দফায় মানবদেহে প্রয়োগের মাধ্যমে ক্লিনিক্যাল টেস্ট হচ্ছে।
চিকিৎসাসেবায় ওষুধ বাছাইয়ে অত্যন্ত র’ক্ষণশীল কানাডা এই ভ্যাকসিনটির পরীক্ষা এবং উৎপাদন দ্রুততর করতে চায়না কোম্পানিটির সঙ্গে একটি চু’ক্তিও করেছে। এই চু’ক্তির আওতায় করোনা ভা’ইরাসের এ ভ্যাকসিনটি কানাডায় মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হবে।
কানাডিয়ান নাগরিকদের দেহে প্রয়োগের মাধ্যমে সুফল পাওয়া গেলে দ্রুত উৎপাদনের যাওয়ার বিষয়েও দুপক্ষে চুক্তি হয়েছে। এর আগে বেশ কিছু দিন ধ’রেই চীনে এটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়। বিপুলসংখ্যক মানুষের শরীরে ব্যবহারে এই ভ্যাকসিনের ক্ষ’তিকর কোনো প্রতি’ক্রিয়া পাওয়া যায়নি।