করোনায় মার্চের পর এমন সুখবর আর পায়নি ইতালি !!
পৃথিবীর যে কয়টা দেশ করোনার ছোবলে লন্ডভন্ড হয়ে গেছে তার মধ্যে ইতালী অন্যতম। দেশটিতে এপ্রর্যন্ত মারা গেছে ৩১ হাজার ৭শ ৬৩ জন। এবং মোট আ’ক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২৪ হাজার ৭শ ৬০ জন। সুস্থ হয়েছেন ১ লক্ষ ২২ হাজার ৮শ ১০ জন।
গত মার্চের পর আজ সুখবর পেল ইতালি। গত ২৪ ঘণ্টায় মৃত্যের সংখ্যা রেকর্ড সংখ্যা কমে গেছে। কোভিড-১৯ মাহমারীতে গত ২৪ ঘণ্টায় মাত্র ১৫৩ জনের মৃত্যু হয়েছে যা গত ৯ মার্চের পর সর্বনিম্ন। এর আগের তুলনায় কম। তবে নতুন আ’ক্রান্তের সংখ্যা আগরে দিনের তুলনায় কিছুটা বেড়েছে। ৭৮৯ থেকে ৮৭৫ জন আ’ক্রান্ত হয়েছে ২৪ ঘণ্টায়।