ঈদে গ্রামের বাড়িতে যাওয়া যাবে না – আইজিপি !!
করোনাভাআইরাসের সংক্রমণ রোধে আসন্ন ঈদুল-ফিতরে আন্তঃজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। ঈদের উপলক্ষ্যে গ্রামের বাড়িতে ভ্রমণ করতে দেয়া হবেনা বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
রবিবার (১৭ মে) ভিডিও কনফারেন্সে পুলিশের সব ইউনিটকে এ বিষয়ক নির্দেশনা দেন আইজিপি।ভিডিও কনফারেন্সে বেনজীর আহমেদ বলেন, “আসন্ন ঈদ-উল-ফিতরে অনেকেই বাড়ি যাওয়ার পরিকল্পনা করছেন। এটা কিছুতেই হতে দেয়া যাবে না। সরকারের নির্দেশনা ব্যতীত কেউ ঢাকায় প্রবেশ কিংবা ত্যাগ করতে পারবেন না।”
একই সাথে ঈদের সময় সারাদেশে আন্তঃজেলা ভ্রমণ বন্ধের নির্দেশনা বাস্তবায়নে আরও কঠোর হওয়ার আহ্বান জানান আইজিপি। এ সময় স্বাস্থ্যবিধি অনুসারে সব শপিং মল ও বাজার খোলা রাখার নির্দেশও দেন বেনজীর আহমেদ।
সূত্র- বিডি২৪ রিপোর্ট