বাহরাইনে ৪০ হাজার প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর !!
করোনা পরিস্থিতিতে বাহরাইনে প্রায় ৪০ হাজার প্রবাসী বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন।এতে অবৈধ বাংলাদেশিদের ধড়পাকড় যেমন বন্ধ হলো, তেমনি আগামীতে তারা বৈধ হয়ে নতুন করে কাজের সুযোগ পাচ্ছেন বলে জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম।
তিনি বলেন, এ কাজে সব রকম সহযোগিতা করবে দূতাবাস। এছাড়া এগিয়ে এসেছেন বাংলাদেশ কমিউনিটির নেতারাও।করোনা মহামারীর ক্ষতি কাটাতে বাহরাইনে কাগজপত্রহীন প্রবাসী কর্মীদের সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছে দেশটির সরকার। দেশটিতে অবৈধ হয়ে পড়া প্রবাসীদের ৮০ শতাংশই বাংলাদেশি। এতে সাধারণ ক্ষমার আওতায় ওয়ার্কিং ভিসা আবারও বৈধ করে নিতে পারছেন তারা। এ কাজে দূতাবাস সব রকম সহায়তা দেবে বলে জানান রাষ্ট্রদূত।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম বলেন, এখানে যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন তারা সাধারণ ক্ষমার সুযোগ পাবেন। এই সুযোগের সময়সীমা ২০২০ এর ডিসেম্বর পর্যন্ত থাকবে।’কমিউনিটির নেতারাও এগিয়ে এসেছেন অসহায় বাংলাদেশিদের সহায়তায়। তারা বলছেন, অবৈধদের বৈধ করতে সুদমুক্ত ঋণও দিচ্ছে বাংলাদেশ কমিউনিটি।
বাহরাইন ইউএই এক্সচেঞ্জ হেড অব বাংলাদেশ করিডোর রেমিটেন্স মাঝহারুল ইসলাম বাবু বলেন, ‘যারা অবৈধ সকলেই বৈধ হতে পারবেন। এছাড়া যারা ভিসার মেয়াদ না থাকায় আটকা পড়েছেন তাদেরটাও অটোমেটিক রিনিউ হয়ে যাবে।’বাহরাইনে দুই লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় কাজ করছেন। এর মধ্যে ৪০ হাজার বাংলাদেশির বৈধ কাগজপত্র নেই।