পাকিস্তানে একদিনে করোনায় আ’ক্রান্তের রেকর্ড !!
প্রা’ণঘা’তী করোনাভা’ইরাসে একদিনে পাকিস্তানে ১ হাজার ৯৩২ জন আ’ক্রান্ত হয়েছেন। মারা গেছে আরও ৪৬ জন। এতে দেশটিতে মোট আ’ক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৮৯৮ জন। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৫ জন।
এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৬২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এতে প্রায় দুই হাজার মানুষ করোনায় আ’ক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত আ’ক্রান্তদের মধ্যে সিন্ধু প্রদেশে ১৭ হাজার ৯৪৭ জন, পাঞ্জাবে ১৬ হাজার ৬৮৫, খাইবার পাখতুনখাওয়াতে ৬ হাজার ৫৫৪, বেলুচিস্তানে ২ হাজার ৮৮৫, ইসলামাবাদে ১ হাজার ১৩৮, গিলগিত বালতিস্তানে ৫৫৬ এবং পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে ১৩৩ জন রয়েছেন।তবে আশার খবর হলো এখন পর্যন্ত প্রাণঘাতী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ১০১ জন মানুষ। এরই মধ্যে পর্যায়ক্রমে লকডাউন শিথিল শুরু করেছে পাকিস্তানে।
এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আ’ক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৭৩৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ২০৭ জনের। এছাড়া একদিনে (গত ২৪ ঘণ্টায়) আরও ১৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮৬ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১৪ জন। মোট সুস্থ ৫ হাজার ২০৭ জন।
আজ বুধবার (২০ মে) দুপুরে করোনা ভা’ইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।