পিরোজপুরে আম্ফানের তাণ্ডবে ৩ জনের মৃ’ত্যু !!
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে পিরোজপুর জেলায় তিন জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মঠবাড়িয়া উপজেলায় ২ জন ও ইন্দুরকানীতে ১ জন নিহত হয়। জানা যায়, মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বৃষ্টিতে ভিজে নরম হওয়া দেয়াল চাপা পড়ে বুধবার সন্ধ্যায় শাহজাহান মোল্লা (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়। তিনি মঠবাড়িয়া সরকারি কলেজের পিছনে বাসা ভাড়া নিয়ে থাকতেন।
বুধবার সন্ধ্যায় তিনি বাসায় যাওয়ার পথে দেয়াল ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এদিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দুপাদী গ্রামের মৃত মুজাহার আলীর স্ত্রী গলেনুর বেগম (৭০) পানিতে পড়ে গিয়ে মারা যায়।
বুধবার রাতে উপজেলা বিভিন্ন স্থানে পানিতে তলিয়ে গেলে উচু স্থানে যাওয়া জন্য গলেনুর বেগম রওনা দিলে পানিতে পড়ে গিয়ে মারা যায়। অন্যদিকে ইন্দুরকানী উপজেলার উমিতপুর গ্রামে মৃত মতিউর রহমানের ছেলে শাহ আলম (৫৫) জোয়ারের পানির স্রোত দেখে হৃদরোগে আ’ক্রান্ত হয়ে মারা গেছে।