খরচের ধাক্কা সামলাতে না পেরে রাজধানী ছাড়ছেন অনেকেই !!
রাজধানীর লালবাগের আজিমপুর পুরাতন কবরস্থানের সামনে দিয়ে গতকাল শুক্রবার বিকেলে একটি ভ্যান গাড়ি যাওয়ার সময় পথচারীরা সবাই তাকিয়ে মিটিমিটি হাসছিল। ভ্যান গাড়িটিতে দুটি কাঠের চৌকি, একটির ওপর আরেকটি রাখা। ওপরের চৌকিতে বসে আছেন আপাদমস্তক কালো রঙের বোরকা পরিহিত একজন নারী। নিচের চৌকিতে বসে আছে দুটি শিশু। সেখানে বসে ওরা উঁকিঝুঁকি মেরে রাস্তার দৃশ্য দেখছিল। এ দৃশ্য দেখে রাস্তার একজন পথচারী টিপ্পনী কেটে মন্তব্য করলেন, ‘মহারানি আর রাজপুত্রদের নিয়ে শহর দেখতে বাহির হইছ নাকি? একথা শুনে ফিক করে হেসে ফেললেন ভ্যানচালক।’
রাজধানীর বকশিবাজারের একটি বাড়ির মালিক জানান, তার ছয়তলা বাড়ির পুরোটাই ব্যাচেলরদের ভাড়া দিয়েছিলেন। তারা কেউ চাকরি কেউ ব্যবসা কেউবা হকারি করতেন। করোনাভা’ইরাসের কারণে গত দুই মাসে সব ভাড়াটিয়া গ্রামে চলে গেছে। এ সময়ে বাসাভাড়া বাদ একটি টাকাও পাননি বলে তিনি জানান। হঠাৎ করে এমন পরিস্থিতিতে পড়বেন তা কখনও কল্পনাও করেননি ওই বাড়ির মালিক।বর্তমান করোনা পরিস্থিতিতে তাদের মতো নগর বাসিন্দাদের মধ্যে অস্থিরতা ও অস্বস্তি বিরাজ করছে।
সূত্র-জাগো নিউজ