নতুন তথ্য- ১১ দিন পর করোনা রোগী কাউকে আ’ক্রান্ত করে না !!
করোনার আরেকটি নতুন তথ্য পাওয়া গেল। করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হওয়ার ১১ দিন পর রোগীরা নাকি আর অন্য কাউকে আ’ক্রান্ত করতে পারে না। এমনকি নিজেরা পজিটিভ থাকলেও তখন আর অন্যদের সংক্রমিত হওয়ার ভয় থাকে না। সিঙ্গাপুরের সংক্রমণ বিশেষজ্ঞরা নতুন এ গবেষণায় এ ফল পেয়েছেন।
সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকসাস ডিজিস এবং একাডেমি অব মেডিসিনের যৌথ ওই গবেষণায় পাওয়া গেছে, করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হওয়ার ১১ দিন পর রোগীরা আর অন্য কাউকে আ’ক্রান্ত করেন না। এমনকি নিজেরা পজিটিভ থাকলেও তখন আর অন্যদের সংক্রমিত হওয়ার ভয় থাকে না।
সিঙ্গাপুরের ৭৩ জন করোনা রোগীর ওপর পর্যবেক্ষণের পর এ ফল পেয়েছেন গবেষকরা। আর এই ফলের ভিত্তিতে সেদেশে করোনা রোগীদের চিকিৎসা এবং ছাড়পত্র দেয়া হতে পারে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৩১ হাজার ৬৮ জন করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মারা গেছে ২৩ জন।