প্রবাসে ২৬ বাংলাদেশিকে গু’লি করে হ’ত্যা !!

লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসী শ্রমিককে গু’লি করে হ’ত্যা করেছে মানবপাচারকারী চক্রের পরিবারের সদস্যরা। বাকি চারজন আফ্রিকান।

বৃহস্পতিবার (২৮ মে) লিবিয়ার সংবাদমাধ্যমে এ খবর জানিয়ে বলা হয়েছে, এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন।অভিবাসী শ্রমিকদের হাতে মানবপাচারকারী চক্রের সদস্য খুন হওয়ার পাল্টা আক্রমণে এই প্রাণহানি ঘটেছে বলেও জানাচ্ছে সংবাদমাধ্যম।

 

খুলছে কাবাঘর – স্বাভাবিক জীবনে ফিরছে মক্কা !!

পবিত্র নগরী মক্কায় লকডাউন পরিস্থিতি শিথিল করার জন্য দু’ধাপের পদক্ষেপ ঘোষণা করেছে সৌদি আরবের সরকার। আজ বৃহস্পতিবার ২৮ মে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে দু’ধাপে মক্কার স্বাভাবিক জীবনযাত্রা ফেরানোর চেষ্টা করা হবে। যার প্রথম ধাপ শুরু হবে আগামি ৩১ মে রোববার থেকে।

বৃহস্পতিবার (২৮ মে) এক বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দুই ধাপে মক্কার স্বাভাবিক জীবনযাত্রা ফেরানোর চেষ্টা করা হবে। যার প্রথম ধাপ শুরু হবে ৩১ মে, রোববার থেকে। এদিন সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মক্কা নগরীতে প্রবেশ ও নগরী থেকে বের হওয়া যাবে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

মসজিদুল হারাম (কাবা) ও মসজিদে নববীতে শুক্রবারের জুমার নামাজ ও অন্যান্য নামাজ আদায় করা যাবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হয়েছে মুসল্লিদের। নামাজের প্রতি কাতারের মাঝে এবং প্রত্যেক মুসল্লির মাঝখানে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

আর এই প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শুরু হবে ২১ জুন থেকে। এদিন থেকে নাগরিকরা বাসা থেকে বের হতে পারবে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে সেলুন বা এই জাতীয় প্রতিষ্ঠানগুলো এখনই খোলার অনুমতি দেওয়া হচ্ছে না। জানাজা কিংবা বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জন অংশ নিতে পারবে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান নগরী থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস আঘাত হেনেছে বিশ্বের ২১২টি দেশে। সংক্রমণ দেখা দেওয়ার পর থেকেই সৌদি আরবে কঠোর লকডাউন ও কারফিউ ঘোষণা করা হয়।বুধবার (২৭ মে) থেকে দেশটির বেশিরভাগ জায়গায় লকডাউন শিথিল করা হয়েছে। এবার ঘোষণা করা হলো- পবিত্র নগরী মক্কার দুই ধাপের লকডাউন শিথিল করার পরিকল্পনা।তবে হজ ও উমরাহর জন্য এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *