দোষ করলো আফ্রিকানরা – আর হ’ত্যা হলো ২৬ বাংলাদেশি !!
লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গু’লি করে হ’ত্যা করেছে মানব পাচারকারী একটি চক্র। বাংলাদেশি ২৬ জন ছাড়াও আরো ৪ আফ্রিকানকে গু’লি করে হ’ত্যা করেছে তারা। এতে আহত হয়েছেন ১১ বাংলাদেশি।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অভিবাসীদের হাতে এক মানবপাচারকারী খুন হওয়ার প্রতিশোধ নিতেই এই হ’ত্যাকাণ্ড। এরই জেরে অভিবাসীদের দিকে বৃহস্পতিবার এলোপাতাড়ি গু’লি চালায় দুষ্কৃতিকারীরা।এ ঘটনায় ২৬ বাংলাদেশি মারা যান।
প্রবাসীদের নেতা ওমর ফারুক বলেন, সেখানে কিছু আফ্রিকান নাগরিক ছিল যারা পাচারকারীদের হাতে আটক হয়েছে, তারা পাচারকারী একজনকে মেরে ফেললে লিবিয়ানের পরিবারিক সদস্যরা এসে গু’লি ছুড়লে ২৬ বাংলাদেশি মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।তিনি বলেন, ঘটনাটা যা শুনেছেন সত্য এবং আমরা আরো বিষয় জানার চেষ্টা করতেছি। ২৬ জন মারা গেছেন, ১১ জন আহত। ১ জন সুস্থ আছেন। ৩৮ জন যেটা আমরা শুনেছি।
সূত্র- বিডি২৪রিপোর্ট