সৌদি আরবে চালু হচ্ছে বাস-ট্রেন-বিমান চলাচল !!
রোববার (৩১ মে) থেকে মক্কা ছাড়া অন্য শহরগুলোর মসজিদে নামাজ আদায়ের অনুমতি মেলায় খুশি প্রবাসী বাংলাদেশিরা।তারা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কাজেও যোগ দেবেন তারা। দেশটিতে একই সঙ্গে চালু হচ্ছে অভ্যন্তরীণ বাস, ট্রেন ও বিমান চলাচলও।
লকডাউনের কারণে বন্ধ থাকার পর, সৌদি আরবের সাধারণ মুসল্লিরা আবারো পাচ্ছেন মসজিদে নামাজ আদায়ের সুযোগ। আগামী ৩১ মে থেকে ২০ জুন পর্যন্ত মক্কা ছাড়া অন্যান্য শহরগুলোতে মসজিদে নামাজ আদায় করতে পারবেন সাধারণ মানুষ। তবে এ জন্য মেনে চলতে হবে সরকারি নির্দেশনা। এতে খুশি স্থানীয়সহ প্রবাসী বাংলাদেশিরা।
এছাড়াও জীবনযাত্রা স্বাভাবিক করতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়েছে বেশ কিছু পদক্ষেপ। অভ্যন্তরীণ রুটে বিমানের পাশাপাশি চালু হচ্ছে ট্রেন ও বাস চলাচল। পবিত্র নগরী মক্কা ছাড়া অন্যান্য সব প্রদেশে, সকাল ৬টা হতে বিকেল ৩টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
করোনা ম’হামারি নিয়ন্ত্রণে গত ২৩ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। পরে এ নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হয়।সৌদি আরবে এ পর্যন্ত করোনাভা’ইরাসে আ’ক্রা’ন্ত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ। ১৭২ বাংলাদেশিসহ মারা গেছেন প্রায় সাড়ে ৪শ’ মানুষ। তবে এরমধ্যেই সৌদি সরকারের লকডাউন শিথিলতা কি পরিণাম ডেকে আনে, সেটাই এখন দেখার বিষয়।