জেনে নিন, করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছে কোন বিভাগের কতজন !!
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরো ২২ জন। এ নিয়ে দেশে করোনায় মারা গেছেন ৬৭২ জন। একদিনে মারা যাওয়া ২২ জনের মধ্যে ১১ জন ঢাকা বিভাগের, আটজন চট্টগ্রাম বিভাগের, দুইজন সিলেট বিভাগের এবং একজন বরিশাল বিভাগের।
সোমবার (১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভা’ইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।তিনি বলেন, ‘নতুন করে যারা মারা গেছেন তাদের ১৯ জন পুরুষ, তিনজন নারী।
১১ জন ঢাকা বিভাগের, আটজন চট্টগ্রাম বিভাগের, দুইজন সিলেট বিভাগের এবং একজন বরিশাল বিভাগের।’বয়সভিত্তিক বিশ্লেষণে তিনি বলেন, ‘বয়স বিবেচনায় ২১ থেকে ৩০ বছরের একজন, চল্লিশোর্ধ্ব আটজন, পঞ্চাশোর্ধ্ব চারজন, ষাটোর্ধ্ব সাতজন এবং সত্তরোর্ধ্ব দুজন রয়েছেন।’