দেশে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনই পুরুষ, আরো জানুন…
দেশে ম’হামা’রি করোনাভা’ইরাসে আ’ক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গেছেন আরও ৩৭ জন ও আ’ক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৯৯১ জন।
দেশে একদিনে করোনা শনাক্তের রেকর্ড এটি। দেশে করোনায় আ’ক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫২ হাজার ৪৪৫ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৯ জনে। করোনায় গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ৩৩ জন পুরুষ এবং চারজন নারী।মঙ্গলবার (২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভা’ইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন করে যারা মারা গেছেন, তাদের ৩৩ জন পুরুষ এবং চারজন নারী। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৮ জন এবং বাসায় মৃত্যু হয়েছে নয়জনের।বয়সভিত্তিক বিশ্লেষণে তিনি বলেন, বয়সের দিক থেকে ২১ থেকে ৩০ বছরের একজন, ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন, ষাটোর্ধ্ব নয়জন, সত্তরোর্ধ্ব ১০ জন এবং ৮১ থেকে ৯০ বছরের দুজন মারা গেছেন।