যে ওষুধে চার দিনেই ৬৫ শতাংশ করোনা রোগী সুস্থ দাবি রাশিয়ার !!
ম’হামা’রি করোনাভা’ইরাস সারাবিশ্বেই ছড়িয়ে পড়েছে। করোনায় সারাবিশ্বে এখন পর্যন্ত ৩ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এ পর্যন্ত করোনার কোনো কার্যকরী ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি।তবে অ্যাভিফ্যাভির নামে একটি ওষুধ করোনা রোগীদের ওপর পরীক্ষামূলক প্রয়োগে ভালো ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়। ওষুধটি ব্যবহারের চারদিন পর ৬৫ শতাংশ রোগীর শরীরে ভা’ইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।
রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যাভিফ্যাভির ওষুধ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্র্যায়ালে প্রত্যাশিত ফলাফল মিলেছে।রুশ বিজ্ঞানীদের দাবি, অ্যাভিফ্যাভির করোনার বিরুদ্ধে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ভালো প্রতিষেধক। এর ফর্মুলা দ্রুত বিশ্বকে জানানো হবে।
জুন মাসের মধ্যে রাশিয়ার সব হাসপাতালে সরবরাহ করা হবে।এ ব্যাপারে রুশ সরকার জানিয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ধাপে বর্তমানে ৩৩০ জন রোগীর ওপর এটি প্রয়োগ করা হচ্ছে। আগামী ১১ জুন থেকে এই ওষুধ দিয়ে আ’ক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু হবে।