নামাজরত অবস্থাতেই জোরালো বি’স্ফোরণ মসজিদে – ইমামের মৃ’ত্যু !!
আফগানিস্তানে আবারও সন্ত্রাসবাদীদের হা’মলায় কেঁপে উঠলো মসজিদ। রাজধানী কাবুলের গ্রিন জোনের মসজিদে নামাজের জন্য জড়ো হয়েছিলেন বহু মানুষ। সেই সময় জোরালো এক বি’স্ফোরণে বি’স্ফোরণে কেঁপে উঠে মসজিদ চত্বর। মঙ্গলবার (২ জুন) রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের ওয়াজির আকবর খান মসজিদে এই সন্ত্রাসবাদী হা’মলা ঘটে।
এখনও পর্যন্ত এই হা’মলায় দু-জনের মৃ’ত্যুর খবর পাওয়া গেছে।বি’স্ফোরণে যে দু-জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে রয়েছে মসজিদের ইমামও। মসজিদের ভেতরে আগে থেকে বি’স্ফোরক রাখা ছিল বলে জানা গিয়েছে। এই হা’মলার কথা স্বীকার করে নিয়ছেন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান।
মসজিদটি যে এলাকায় অবস্থিত, তার আশপাশে বেশ কয়েকটি রাষ্ট্রের দূতাবাস এবং আন্তর্জাতিক সংগঠনের অফিস রয়েছে। এরকম কড়া নিরাপত্তায় ঢাকা অঞ্চলে সন্ত্রাসবাদী হা’মলা হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মসজিদের ইমাম মোল্লা মুহাম্মদ আয়াজ নিয়াজি বি’স্ফোরণে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃ’ত বলে ঘোষণা করা হয়।