মাত্র পাওয়া- আগামীকাল থেকে ঢাকার যে দুই এলাকা লকডাউন

করোনা ভা’ইরাস প্রতিরোধে নতুন নিয়েম সারাদেশে এলাকাভিত্তিক লকডাউন করার কথা ভাবছে সরকার। এবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানাল পরীক্ষামূলকভাবে রবিবার (৭ জুন) থেকে ঢাকার দুইটি এলাকা লকডাউন থাকতে পারে। শনিবার (৬ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ধানমন্ডির রাজাবাজার ও পুরান ঢাকার ওয়ারীতে পরীক্ষামূলকভাবে আগামীকাল থেকে লকডাউন হতে পারে।

সূত্র- বিডি২৪লাইভ

 

করোনায় যে দেশে প্রতি মিনিটে একজনের মৃত্যু !!

দিন যাচ্ছে। মৃত্যুর সংখ্যায় করুণ রেকর্ড দেখেই যাচ্ছে লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল। বৃহস্পতিবার রাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় যে তথ্য দিয়েছে সেখানে একদিনের হিসাবে সর্বোচ্চ এক হাজার ৪৭৩ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। অর্থাৎ ২৪ ঘণ্টা বিবেচনায় প্রতি মিনিটে কোভিড-১৯ রোগে গড়ে সেখানে একজনের বেশি মানুষের মৃত্যু হয়েছে!

শুক্রবার রাতে ব্রাজিল মৃতের যে সংখ্যা দিয়েছে সেখানে আগের দিনের বিবেচনায় মৃত্যু একটু কম হলেও সেই হাজারের উপরেই রয়েছে। অর্থাৎ বৃস্পতিবারও দেশটিতে মিনিটে গড়ে প্রায় একজনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ হিসাব অনুযায়ী, আ’ক্রান্তের দিক থেকে ব্রাজিল দ্বিতীয় স্থানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটিতে ৬ লাখ ১৪ হাজার ৯৪১ জন আ’ক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৪ হাজার ২১ জন। মৃতের তালিকায় তারা তৃতীয়।১৮ লাখ ৯৭ হাজার ৮৩৮ জন আ’ক্রান্ত নিয়ে যথারীতি শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র; মৃত্যু ১ লাখ ৯ হাজার ১৪৩ জনের।

মৃতের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪০ হাজার ৩৪৪ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আ’ক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৭৩৪ জন।ব্রাজিলের অবস্থা নিয়ে অনেক আগে থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ নানা গবেষণা প্রতিষ্ঠান সতর্ক করে আসছে। চাপে আছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো।তবে বলসোনারো আবার স্টেট গভর্নরদের ওপর দায় চাপাচ্ছেন।

সূত্র -বিডি প্রতিদিন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *