করোনায় স্কয়ার হাসপাতাল পরিচালকের মৃ’ত্যু !!
স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিস) ও সিনিয়র কনসালটেন্ট ডা. মির্জা নাজিম উদ্দিন কোভিড-১৯ এ আ’ক্রান্ত হয়ে মারা গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর। তার স্ত্রী খালেদা ইয়াসমিন মির্জাও চিকিৎসক।
এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। রোববার (৭ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন- বিএমএ।
বিএমএর মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী বলেন, প্রায় সপ্তাহ দুই আগে থেকে অসুস্থ ছিলেন মির্জা নাজিম উদ্দিন। তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় আজ মারা গেলেন। মির্জা নাজিমের মৃত্যুতে শোক জানিয়েছে বিএমএ।’
সূত্র- বিডি২৪লাইভ